ছোটগল্পের বৈশিষ্ট্য ও শরৎচন্দ্র
Author(s): Sumana Das
Abstract: কথা সাহিত্য উপন্যাসের পরেই ছোটগল্পের উদ্ভব । উপন্যাসের বিকাশ একটা নির্দিষ্ট পরিনিতির স্তরে পৌছাবার পরেই ছোটগল্পের উদ্ভব হয় এবং এডগার অ্যালান পো, মোপাশা, চেখভ ও হেরনি প্রভৃতি কথা সাহিত্যিকদের রচনার মধ্যেদিয়ে আধুনিক গল্পেসাহিত্যের এই শাখাটি আঙ্গিকতক উৎকর্ষ লাভকরে । ছোটগল্পের একটি নিজেস্ব স্বরূপ বৈশিষ্ট্য আছে । ক্ষুদ্র গীতিকবিতার মত ছোটগল্পের সর্বপকার বাহুল্যবর্জিত সংহত রূপে একটি নির্দিষ্ট । জীবনের সুখ - দুঃখ, আশা- আকাঙ্খা, সমস্যা যন্ত্রনার একটি মাত্র দিক।ছোটগল্পের আকার কী হবে সে সম্পর্কে কোন সর্বসম্মত সিদ্ধান্ত নেই। সব ছোটগল্পই গল্প বটে কিন্তু সব গল্পই ছোটগল্প নয়। একটি কাহিনী বা গল্পকে ছোটগল্পে উত্তীর্ণ হওয়ার জন্য কিছু নান্দনিক ও শিল্পশর্ত পূরণ করতে হয়। ছোটগল্পের সংজ্ঞার্থ কী সে নিয়ে সাহিত্যিক বিতর্ক ব্যাপক। এককথায় বলা যায়- যা আকারে ছোট, প্রকারে গল্প তাকে ছোটগল্প বলে। জীবনের খন্ডাংশ বিদ্যুৎ ঝলতে অন্ধকার আকাশ আলোকিত হওয়ার মতোই মুহূর্তে উৎভাসিত হয়ে ওঠে, বিন্দুতে সিন্দু দর্শনের মতোই । জীবনের একাংশের চকিত স্ফুরনেই মানব জীবনের অপরিমিয়তা অভাসিত হয়। একটি মাত্র থিম বা বিষয়বস্তুকে কেন্দ্র করেই ছোটগল্পের অবয়ব তৈরী হয়, সংলাপ, চরিত্র ও ঘটনার এই সমস্ত উপাদান আঙ্গাঙ্গিক ভাবে জড়িত হয়েই তাকে সংহত ও নিটোল রূপ দান করে । ছোটগল্প ক্ষুদ্র অথচ স্বয়ং সম্পূর্ণ । ছোটগল্পে জীবনের সামগ্রিক দিকটি উপন্যাসের মতো বিস্তারিতভাবে বর্ণিত না হয়ে বরং এর খণ্ডাংশকে পরিবেশিত হয়। এজন্য ছোটগল্প যথাসম্ভব বাহুল্যবর্জিত, রসঘন ও নিবিড় হয়ে থাকে। সংগত কারণেই এতে পাত্রপাত্রী বা চরিত্রের সংখ্যা খুবই সীমিত হয়। ছোটগল্পের প্রারম্ভ ও প্রাক্কাল সাধারণত খানিকটা নাটকীয় হয়।
Pages: 38-40 | Views: 746 | Downloads: 584Download Full Article: Click Here
How to cite this article:
Sumana Das. ছোটগল্পের বৈশিষ্ট্য ও শরৎচন্দ্র. Int J Multidiscip Trends 2024;6(6):38-40.