International Journal of Multidisciplinary Trends
  • Printed Journal
  • Refereed Journal
  • Peer Reviewed Journal

2021, Vol. 3, Issue 2, Part B

সত‍্য ও সাম‍্যের প্রতিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম


Author(s): Sarita Biswas

Abstract:
পরাধীন দেশের মাটিতে ২৪শে মে ১৮৯৯ সালে রাঢ় বাংলায় জন্ম হয়েছিল বিদ্রোহী বীর কাজী নজরুল ইসলামের। এবং ২৯ আগস্ট ১৯৭৬ সালে ৭৭ বছর বয়সে পিক্স ডিজিজ এর কারনে তাঁর মৃত‍্যু হয়। তিনি আমাদের বাংলা সাহিত‍্য, সমাজ ও সংস্কৃতিকে উন্নতির চরম শিখরে পৌছানোর ক্ষেএে অন‍্যতম শ্রেষ্ঠ ব‍্যক্তি ছিলেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাকেই নজরুল ভালোবাসতেন। তাই দুই বাংলার জনগনই নজরুলের সাহিত‍্য ও সঙ্গিতকে সাদরে গ্রহন করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হন এবং কবিতায় তাঁর বিদ্রোহী মনোভাবের জন‍্য তাঁকে ‘বিদ্রোহী’ কবি নামে আখ‍্যা দেওয়া হয়। আমার এই লেখার মধ‍্যে নজরুল এর জন্ম, মৃত‍্যু, জীবন এবং সমাজ ও সাহিত‍্যের আঙিনায় তাঁর যে জনগনের জন‍্য অসাম্প্রদায়িক মনোভাব ছিল, তারই সম্পূর্ন রূপ সংক্ষিপ্তে তুলে ধরা হয়েছে। কাজী নজরুল নিজের জীবনে গোটা সমাজের চিত্রটা যে ভাবে উপলব্ধি করেছেন, ঠিক তেমনি তাঁর রচনায় অক্ষরে অক্ষরে তা তুলে ধরেছেন। তিনি সমাজের মানুষের ভিতরের বৈষম‍্য দূর করে সাম‍্যময় একটা নবসমাজ গঠন করতে চেয়েছিলেন। তাই তাঁর মতো এমন সত‍্য ও সাম‍্যের কবি শুধু বাংলা সাহিত‍্যেই নয়, সমগ্র বিশ্ব সাহিত‍্যে খুঁজে পাওয়া ভার।
আমার এই লেখা শুধু কালজয়ী বিদ্রোহী কবি কাজী নজরুলের ব‍্যক্তিত্বকে,তাঁর সত‍্য ও সাম‍্যকে বাংলা জগৎ ও জীবনে জাগিয়ে তোলার একটি প্রচেষ্টাই নয়, তাঁর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের কাছে ও নজরুলের জীবনে এবং সাহিত‍্যে সাম‍্যের যে স্থান, তার সম্পূর্ন রূপ সংক্ষিপ্তে জানার সহজ উপায় হবে।


Pages: 65-69 | Views: 540 | Downloads: 197

Download Full Article: Click Here
How to cite this article:
Sarita Biswas. সত‍্য ও সাম‍্যের প্রতিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম. Int J Multidiscip Trends 2021;3(2):65-69.
Our Related Journals
Important Publications Links
International Journal of Multidisciplinary Trends

International Journal of Multidisciplinary Trends

International Journal of Multidisciplinary Trends
Call for book chapter